শাহজাদপুর পৌরসভা ১৯৮৯ সালে স্থাপিত হয়। এর আয়তন ১১.০০০ কি:মি: ওয়ার্ড সংখ্যা ০৯টি, লোক সংখ্যা ৯৬৪৪২জন, শিক্ষার হার ৮০%, কৃষি জমির পরিমান ৬৫০ হেক্টর।
হযরত মখদম শাহদেৌলা শহীদ ইয়ামেনী (রহ:) মসিজদ ও মাজার শরীফ এবং কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক রবীন্দ্র কাছারী বাড়ী শাহজাদপুর পৌরসভার মধো অবস্থিত।
শাহজাদপুর পৌরসভা ১৯৮৯ সালে স্থাপিত হয়। “ক” শ্রেনীর পৌরসভা হিসাবে ২০০৮ সালে উন্নতি লাভ করে।