এক নজরে পৌরসভা …
হযরত মখদম শাহদেৌলা শহীদ ইয়ামেনী (রহ:) মসিজদ ও মাজার শরীফ এবং কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক রবীন্দ্র কাছারী বাড়ী শাহজাদপুর পৌরসভার মধো অবস্থিত।
শাহজাদপুর পৌরসভা ১৯৮৯ সালে স্থাপিত হয়। “ক” শ্রেনীর পৌরসভা হিসাবে ২০০৮ সালে উন্নতি লাভ করে।
এক নজরে পৌরসভা
পৌরসভার নাম | : | শাহজাদপুর |
স্থাপিত | : | 1989 |
শ্রেণী | : | ক |
উপজেলা | : | শাহজাদপুর |
জেলা | : | সিরাজগঞ্জ |
বিভাগ | : | রাজশাহী |
আয়তন ১১.০০০ কি:মি:
ওয়ার্ড সংখ্যা ০৯টি,
লোক সংখ্যা ৯৬৪৪২ জন,
মোট হোল্ডিং সংখ্যা ১১৫৯৬ টি,
মোট রাস্থার বাতির সংখ্যা ১১০টি,
কিন্ডার গার্টেন স্কূল ০৮টি,
সরকারী প্রাথমিক বিদ্যালয় ১১টি
বেসরকারী প্রাইমারী বিদ্যালয় ০৪টি,
বেসরকারী মাদ্রাসা ০৯টি,
বেসরকারী উচ্চ বিদ্যালয় ০৪টি,
সরকারী কলেজ ০১টি
বেসরকারী কলেজ ০৫টি,
ঈদগা ১১টি,
মসজিদ ৪২টি,
মন্দির ৩২টি,
কবরস্থান ১১টি,
মহাশ্বশান ০১টি,
খেলার মাঠ ০৩টি,
এতিমখানা ০৪টি,
গুচ্ছগ্রাম ০১টি,
হাটবাজার ০১টি,
বাসটার্মিনাল ০২টি,
কশাইখানা ০২টি,
পাকা রাস্তা ৪৫ কি:মি:
ড্রেন ২৩.১২কি:মি:
ব্রীজ ১৬টি,
কালর্ভাট ১১টি,
ব্যাংক ও বীমা ১৫টি,
শিক্ষার হার ৮০%
কৃষি জমির পরিমান ৬৫০ হেক্টর,
কমিউনিটি হাসপাতাল ০১টি,
ক্লিনিক ০৯টি
ইউজিপ-১ প্রকল্পের কাজ সুষ্ট ও সন্তোষজনকভাবে সমাপ্ত হয়েছে।বর্তমানে গুরুত্বপুর্ন অবকাঠামো নির্মান শীর্ষক প্রকল্পের কাজ অব্যাহত রহিয়াছে।
পোরসভার হোল্ডিং ট্যাক্স আদায়ের হার ৮৫% এবং স্যানিটেশান কভারেজ ৭৩%। পোরসভার দৈনন্দিন ০২টি গার্ভেজ ট্রাক এর মাধ্যমে পোর এলাকার বর্জ্য অপসারনের মাধ্যমে শহর পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত আছে।